2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কারো রয়েছে ছেলে-মেয়ে সহ নাতি নাতনি, আবার হয়তো কারো নেই। ভাগ্যের নির্মম পরিহাসে অনেকের জীবনের শেষ বয়সে ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে। তাদেরও হয়তো স্বপ্ন ছিল সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজায় পরিজনদের নিয়ে আনন্দে মেতে উঠার । কিন্তু তা আর হয়ে উঠে না।

তাই পূজার সময়ে এই বৃদ্ধ মায়ের যাতে আনন্দে মেতে উঠতে পারেন নতুন কাপড়ে তাদের পাশে দাঁড়ায় বিভিন্ন ব্যক্তি সংস্থা। এবছর দুর্গা পূজার প্রাক মুহূর্তে সামাজিক কর্মসূচী প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাসের।

শনিবার আগরতলা বড়জলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান দাস। এদিন তিনি আশ্রমে গিয়ে আবাসিকদের হাতে বস্ত্র তুলে দেন। এতে খুশি হন আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service