জনতার কলম ওয়েবডেস্ক :- কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
সোমবার পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অফিসের স্বাভাবিক সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
Leave feedback about this