জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে গেরুয়া ঝড় বীরচন্দ্র নগরে। বীরচন্দ্র নগরে এদিন বিপ্লব কুমার দেব এর জনসমর্থনে দুর্যোগকে মোকাবেলা করে মানুষ রীতিমতো চমক দেখিয়েছে।
সর্বত্র বিপ্লবের জয়জয়কার ধ্বনি উচ্চারিত হয়েছে। মানুষ দুহাত ভরে বিপ্লব দেব কে আশীর্বাদ করার জন্য প্রস্তুত রয়েছে। বিপ্লব দেব ও এদিন সাধারণ মানুষের কাছে মোদিজীর জন্য পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে ভোট চেয়েছেন।
বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাহক হিসাবে আমাকে পাঠিয়েছে। আমি আপনাদের কাছে তার জন্য ভোট ভিক্ষা চাইতে এসেছি। আপনারা তাকে ভোট দিয়ে দুটি আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
Leave feedback about this