2025-11-05
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিহার ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা, অখিলেশ বললেন— “জনগণ এখন তেজস্বীকে গ্রহণ করছে”

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী প্রচারে দেওয়া বক্তব্যকে তীব্রভাবে আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার নবাদায় এক সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যোগীর ওপর ভরসা করবেন না। তিনি নিজেকে যোগী বলেন, অথচ প্রতিটি কথাতেই মিথ্যে বলেন। দেশের শীর্ষ ১ শতাংশ মানুষের সম্পদ ৬২ শতাংশ বেড়েছে—এটাই আজকের বাস্তবতা। যারা কৃষকদের ন্যায্য মজুরি দিতে পারে না, বেকার যুবকদের চাকরি দিতে পারে না, তারা ভোট চাইতে আসে কিসের মুখে?”

অখিলেশ আরও বলেন, “উত্তরপ্রদেশে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা এখন বিহারে এসে ভোট চায়। আমি বলছি, যেমন তারা আওধে হেরেছে, এবার মগধেও হারবে। কারণ, জনগণ আজ নতুন তেজস্বীকে গ্রহণ করছে।”

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক ভোট চুরির অভিযোগ নিয়েও মন্তব্য করেন সমাজবাদী পার্টি নেতা। তিনি বলেন, “এটা নতুন কিছু নয়। এখন ভোটারদের নিজেদের ভোট রক্ষা করতে হবে। শুনেছি, বিহারে কিছু মানুষকে ঘরে বসে থাকতে বলা হচ্ছে, ভোট দিতে না যেতে বলা হচ্ছে। একই কৌশল উত্তরপ্রদেশে ব্যবহার করা হয়েছিল। তাই আমি বলব—মানুষকে নিজেদের ভোট বাঁচাতে হবে, ভোট কাটতে না দেওয়া এবং নিজে গিয়ে ভোট দেওয়া—এই তিনটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

অখিলেশের এই মন্তব্যে বিহার নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য আরও তীব্র হচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service