জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারে এই বছরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক আক্রমণ-প্রতিরোধের ধারা তীব্রতায় পৌঁছেছে। এদিন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ অসমের রাজধানী গুহাহাটিতে এক রেলিতে মন্তব্য করেছেন, যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর ‘ভোটার অধিকার যাত্রা’ ঘিরে করা অভিযোগ ও আক্রমণের প্রতিক্রিয়ায় তিনি কড়া নিন্দা জানিয়েছেন।
শাহ বলেন, “২৭টি দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা দেশের রাজনীতিতে নেতিবাচক ও ঘৃণাপূর্ণ রাজনীতি শুরু করেছেন। বিহারে ঘুসপৈঠি বাঁচাও যাত্রার সময় রাহুল গান্ধী যেভাবে প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাতার জন্য আপত্তিকর মন্তব্য করেছেন, তা অগ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, “এই ধরনের ঘৃণার রাজনীতি দেশের গণতন্ত্রকে অবমূল্যায়ন করবে। মোদি সরকারের সময় ধরে কংগ্রেসের Sonia Gandhi, Rahul Gandhi, Digvijay Singh, Manishankar Aiyar, Jairam Ramesh, Renuka Chowdhury সহ বহু নেতা প্রধানমন্ত্রীকে বিভিন্ন অসম্মানজনক উপাধি দিয়ে বলেছেন। কিন্তু দেশের মানুষ কখনোই এ ধরনের অপমান সহ্য করবে না।”
শাহ কড়া ভাষায় বলেন, “যত বেশি কংগ্রেস নেতারা গালি দেবেন, দেশের মানুষের সমর্থন ও জনমতের শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। এই যাত্রা আসলে অভিবাসী বাঁচানোর প্রচেষ্টা নয়, বরং ভোটব্যাঙ্ক রক্ষা করার চেষ্টাই।”
শেষে তিনি কংগ্রেসকে সতর্ক করে বলেন, “রাহুল গান্ধীর উচিত মোদি ও তাঁর প্রয়াত মাতার প্রতি ক্ষমা চাওয়া। এ ধরনের অপমানজনক রাজনীতি কোনোভাবেই গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।”
Leave feedback about this