জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে আজ রঙিন হয়ে উঠল আগরতলার রাস্তাঘাট। বিজয় উদ্যাপনকে কেন্দ্র করে শহরে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-সহ একাধিক শীর্ষনেতা ও শত শত কর্মী-সমর্থক।
শোভাযাত্রার শুরু থেকেই দেখা যায় উত্তেজনা ও উল্লাসে ভরপুর পরিবেশ। হাতে অসংখ্য পদ্ম-চিহ্নিত পতাকা, কানে “মোদী জিন্দাবাদ”, “বিজেপি জিন্দাবাদ”–এর স্লোগানে মুখরিত হয় শহর। বিজেপিকে শক্তিশালী করার অঙ্গীকারে দলীয় কর্মীদের দৃঢ় ঐক্য এই মিছিলে স্পষ্ট হয়ে ওঠে।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা কর্মীদের উদ্দেশে বলেন, “এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনার ফল। দেশজুড়ে বিজেপির সাফল্য তাঁর নিরলস পরিশ্রমেরই প্রতিফলন। আমরা আজ এখানে তাঁর নেতৃত্বকে সম্মান জানাতে এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেই একত্রিত হয়েছি।”
এই শোভাযাত্রার মাধ্যমে শুধু বিজয় উদ্যাপনই নয়, ত্রিপুরায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী করার বার্তাও দিয়েছেন দলীয় নেতারা। বিজেপি কর্মীদের বিশ্বাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী দিনে দলের জনপ্রিয়তা ও প্রভাব আরও বৃদ্ধি পাবে।
আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা, যা আগরতলায় রাজনৈতিক উচ্ছ্বাসের এক অনন্য ছবি তুলে ধরে।





Leave feedback about this