2025-08-06
Ramnagar, Agartala,Tripura
দেশ নির্বাচন রাজনৈতিক

বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ, শনিবারের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে যে ৯ আগস্টের মধ্যে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রায় ৬৫ লক্ষ ভোটারের সম্পূর্ণ বিবরণ জমা দিতে হবে। আদালত আরও বলেছে যে এই তথ্য রাজনৈতিক দলগুলির পাশাপাশি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামক এনজিওকে দেওয়া উচিত, যারা এই বিষয়ে একটি আবেদন দাখিল করেছে।

নির্বাচন কমিশন ২৪ জুন বিহারে ‘বিশেষ নিবিড় সংশোধন অভিযান (SIR)’ শুরু করেছিল। এর আওতায় ১ আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ৭.২৪ কোটি ভোটার দেখানো হয়েছিল। কিন্তু ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম তা থেকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন বলছে যে এই ব্যক্তিরা হয় মারা গেছেন, স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন, অথবা তাদের নাম দুটি জায়গায় নিবন্ধিত ছিল।

বিচারপতি সূর্যকান্ত, উজ্জ্বল ভূঁইয়া এবং এন. কোটিশ্বর সিং-এর বেঞ্চ নির্বাচন কমিশনকে বলেছে, ‘আমাদের প্রতিটি ভোটারের তথ্য প্রয়োজন যাদের নাম বাদ দেওয়া হয়েছে। দেখুন কী ভিত্তিতে নাম বাদ দেওয়া হয়েছে।’ অন্যদিকে, এনজিওর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘রাজনৈতিক দলগুলিকে বাদ দেওয়া ভোটারদের তালিকা দেওয়া হয়েছে, কিন্তু কে মারা গেছেন, কে স্থানান্তরিত হয়েছেন, অথবা কার নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তা বলা হয়নি।’ আদালত নির্বাচন কমিশনকে ৯ আগস্টের মধ্যে তার জবাব দাখিল করতে বলেছে, যাতে ১২-১৩ আগস্ট এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হতে পারে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service