জনতার কলম ওয়েবডেস্ক :- ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয় দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস। রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হয়।
। দুর্ঘটনায় এখনও অবধি ৪ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে।
জানা গিয়েছে, দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই, রাত ৯টা ৫৩ মিনিট নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। দুটি এসি ৩ টায়ার কোচ একে অপরের উপরে উঠে যায়। চারটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়।
রাত দুটো নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান যে উদ্ধারকাজ শেষ হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
Leave feedback about this