জনতার কলম ওয়েবডেস্ক :- বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা ও বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তাঁর সরকার ক্ষমতায় আসে, তবে ২০ দিনের মধ্যেই আইন করে রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।
তেজস্বী যাদব বলেন, “গত ১৭ মাসের কাজ নিয়ে আমি সন্তুষ্ট নই। বিহারের জনগণ এখন পরিবর্তন চায়। শুধু সামাজিক নয়, এবার অর্থনৈতিক ন্যায়ও পাবে বিহারের মানুষ।” তিনি দাবি করেন, বর্তমান সরকার তাঁর পরিকল্পনারই নকল করছে, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না।
আরজেডি নেতার কথায়, “গত ২০ বছর ধরে মানুষ পাকা বাড়ির অপেক্ষায় আছে, কিন্তু আমরা সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এর জন্য আইন করব।”
তিনি আরও জানান, তাঁদের সরকার ক্ষমতায় এলে প্রতি পরিবারে একজন সরকারি চাকরি দেওয়ার পাশাপাশি বিহারে শিল্প, ব্যবসা, কৃষি ও দুগ্ধশিল্পের বিকাশে নতুন দিশা দেওয়া হবে। উন্নয়ন ও কর্মসংস্থানের এই উদ্যোগকে কেন্দ্র করে ‘জশ্ন-এ-বিহার’ উদযাপন করা হবে, যেখানে সাধারণ মানুষকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হবে।
তেজস্বী বলেন, “বর্তমান সরকার চাকরি নয়, শুধু বেকার ভাতা দেওয়ার কথা বলছে। কিন্তু আমরা কর্মসংস্থান নিশ্চিত করব। আমার কর্ম বিহারের জন্য, আর আমার ধর্ম বিহারি হওয়া — এটিই প্রমাণ করতে চাই।”
আরজেডি নেতার দাবি, ১৭ মাসের কাজের মধ্যেই তাঁরা নিজেদের সততা, দায়িত্ববোধ ও সেবার মনোভাবের প্রমাণ দিয়েছেন। তিনি জানান, তাঁদের সরকার ইতিমধ্যেই পাঁচ লক্ষ চাকরি দিয়েছে, কিন্তু তিনি এখনো “সন্তুষ্ট নন”, কারণ লক্ষ্য আরও বড় — “বিহারকে এক সৎ, উন্নয়নমুখী ও নিখুঁত সরকার দেওয়া।”
Leave feedback about this