2025-07-27
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিহারে অপরাধ রুখতে ব্যর্থ সরকার : চিরাগ

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আগেই শনিবার নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে তীব্র আক্রমণে বিঁধেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি দলের প্রধান চিরাগ পাসোয়ান। তিনি বলেছেন, তাঁর দুঃখ হয় এই ভেবে যে, তিনি এমন একটি সরকারকে সমর্থন করেন, যেখানে অপরাধ অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। পাসোয়ান বলেন, রাজ্য জুড়ে অপরাধ ঘটে চলেছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। পাসোয়ান আরও বলেন, ‘প্রশাসন অপরাধীদের কাছে সম্পূর্ণ বশীভূত। বিহারে খুন, ডাকাতি, অপহরণ ও ধর্ষণের ঘটনা ক্রমাগত ঘটছে।’ চিরাগের বক্তব্য প্রকাশ্যে আসার পরই তোলপাড় শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী আসন্ন নির্বাচনে এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে চিরাগের দল?

ভোটের আগে গত কয়েক মাস ধরে বিহারে একের পর এক রাজনৈতিক নেতা খুন হয়েছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে। বিরোধীদের অভিযোগ, শাসকদল জেডিইউ ও বিজেপির যৌথ কর্মকাণ্ডে এই খুনের রাজনীতির প্রসার বেড়েছে। প্রশাসনের তরফেও কোনও হেলদোল নেই। এই পরিস্থিতিতে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ সরকারের সমালোচনায় সরব হন চিরাগ

পাসওয়ান। অপরাধ রুখতে ব্যর্থ সরকার। সরকারের সমালোচনা করে চিরাগ বলেন, অবিলম্বে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বিহারবাসীর জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে তার ফল অত্যন্ত খারাপ হবে।’ একইসঙ্গে চিরাগ বলেন, ‘এই অপরাধ বেড়ে চলার কারণ নির্বাচন হতে পারে। আমিও মনে করি সরকারকে বদনাম করার লক্ষ্যে এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায় প্রশাসনের। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ। যদি এমনটা চলতে থাকে তবে বিহারের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। সরকার যদি সামাল দিতে না পারে, তবে সরকারের উচিৎ সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়া।’ তিনি আরও বলেন, বিহারের মানুষ আর নিরাপদ বোধ করছেন না এবং কেন অপরাধমূলক কার্যকলাপ কমছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবারগুলির জন্য উদ্বেগ প্রকাশ করে পাসোয়ান বলেন, মনে হচ্ছে প্রশাসন তাদের থামাতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের পরিবারের কষ্ট স্বীকার করতে হবে।

পাসোয়ান বলেন যে তাঁর দৃষ্টিভঙ্গি হল ‘বিহার প্রথম, বিহারী প্রথম’। তিনি রাজ্যটিকে উন্নত রাজ্যের সমতুল্য দেখতে চান। তিনি তাঁর দলের কাছে শীঘ্রই বিহারে ফিরে আসার ইচ্ছা জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে রাজ্য নির্বাচনে তাঁর অংশগ্রহণ দলকে শক্তিশালী করবে কি না তার উপর।

উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে চিরাগ এনডিএ জোটের গুরুত্বপূর্ণ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হলেও, বিহারে নীতীশের সরকারে সন্তুষ্ট নন চিরাগ। পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকার হত্যার ঘটনাকে সামনে রেখে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে চিরাগ বলেছিলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো উদ্বেগের। যে এলাকায় ব্যবসায়ীকে গুলি করা হয়েছে সেটা পাটনার অভিজাত এলাকা। মাত্র কয়েকশো মিটার দূরে রাজনৈতিক নেতাদের বাস। সেই এলাকাতেই যদি এমন হয়, তাহলে গোটা রাজ্যের কী অবস্থা!’

রাজ্যে নির্বাচনী জোট নিয়ে আলোচনা শুরু না হলেও চিরাগ জানিয়েছেন, ‘বিহারের বিধানসভা নির্বাচনে আমি লড়ব। আমি লড়ব কথাটা বলার অর্থ হল রাজ্যের ২৪৩ আসনেই আমি প্রার্থী দেব।’ এই মাঝেই নীতীশ সরকারের বিরুদ্ধে চিরাগের এই ক্ষোভ বিহার ভোটের আগে এনডিএ-র জন্য অশনি সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service