2025-08-30
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বিহারের ভোট কমিশন ‘নিরপেক্ষ নয়’, বিজেপি প্রভাবিত করছে: আকিলেশ যাদব

জনতার কলম ওয়েবডেস্ক :- সমাজবাদী পার্টির সভাপতি আকিলেশ যাদব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন এবং ভোট কমিশনকে ‘জুগাড় কমিশন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আকিলেশ বলেন, “আমরা, আপনি এবং সবাই আশা করেছিলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। আমাদের ভোটের অধিকার রক্ষা করবে এবং সংবিধানকে বাঁচাবে। কিন্তু কমিশন যা করছে, তা দেখে মনে হচ্ছে এটি এখন আর নির্বাচন কমিশন নয়, বরং বিজেপি এটিকে ‘জুগাড় কমিশন’-এ পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “বিহারের মানুষ দেখেছে, পূর্বে যুবকরা চাকরির অভাবে অন্য রাজ্যে চলে যেত। কিন্তু তেজস্বী যাদব তাদের জন্য চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবার, যখন তেজস্বী যাদব ক্ষমতায় আসবেন, তখন বেকারদের অন্য রাজ্যে যাওয়ার প্রবণতা বন্ধ হবে। তবে বিজেপির পালা অন্যরকম ‘মাইগ্রেশন’-এর হবে।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service