জনতার কলম ওয়েবডেস্ক :- হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। খবর এএফপির। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, এ মামলায় মোট ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাই বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানান, রুহুল্লা আজামিয়া নামের ঐ সেনাকর্মীর ৩ নভেম্বর মৃত্যু হয়। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার। অভিযুক্তদের কারো পরিচয়ই প্রকাশ করা হয়নি। অভিযুক্তরা চাইলে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজনে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। ২১ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে হাদিস নাজাফি আরেক তরুণীর মৃত্যু হয়। নাজাফির মৃত্যুর প্রতিবাদে নভেম্বরে স্বজনরা বিক্ষোভ করে। ঐ সময় বিক্ষোভকারীরা আজামিয়ার ওপর হামলা চালায়।
বিশ্ব
হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত
- by janatar kalam
- 2022-12-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this