2024-12-16
agartala,tripura
বিশ্ব

যুদ্ধ ঘোষণার পর রাশিয়া সফরে গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

জনতার কলম প্রতিনিধিঃ- রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া। এই পরিস্থিতিতে রাশিয়া সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।রাশিয়ার সেনাবাহিনী ঠিক যে সময়ে ইউক্রেন আক্রমণ করেছে, তখন মস্কো সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি এই সফর নিয়ে উত্তেজিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা গিয়েছে, ‘কোন সময়ে আমি এখানে এসেছি! কী প্রচণ্ড উত্তেজনা!’ তাঁর সঙ্গে থাকা আধিকারিককে বলতে শোনা গিয়েছে, ‘অবশ্যই। এটাই এখানে আসার উপযুক্ত।আজ ভোরে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে বলে সামরিক অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। এরপরই ইউক্রেন জুড়ে জারি হয় সামরিক আইন। যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে আকাশসীমা বন্ধ করে দেয় রাশিয়া। ইউক্রেনও তাদের তিনটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের দূতাবাস খালি করেছে মস্কো। ইউক্রেনের তরফেও তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে। এর আগে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। নতুন করে নিষেধাজ্ঞা জারি হওয়া এবং মস্কোর সঙ্গে ইসলামাবাদের বোঝাপড়ার উপর তার প্রভাব পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো এক সেনাকর্মীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মস্কোয় দিনের কার্যকলাপ শুরু করেন ইমরান খান। এরপর তিনি আজই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। ১৯৯৯ সালে মস্কো সফরে গিয়েছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার ২৩ বছর পর এই প্রথম পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী মস্কো সফরে গেলেন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুতিনের সঙ্গে বৈঠকে আর্থিক বোঝাপড়া, গ্যাস পাইপলাইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইমরান খান। তিনি রাশিয়ার সঙ্গে পাকিস্তানের বোঝাপড়া বাড়াতে মরিয়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service