জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হবেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন। ২৯ নভেম্বর অবসরে নিচ্ছেন বাজওয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অফ স্টাফ এবং লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনিরকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন’।
পাকসেনা প্রধান পদে দৌড়ে মুনিরের নাম সবার আগে ছিল। মজার ব্যাপার হল, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে মুনিরের চার বছরের মেয়াদ জেনারেল বাজওয়ার অবসরের দুই দিন আগে ২৭ নভেম্বর শেষ হতে চলেছে, কিন্তু সেনাপ্রধানের অবসর নেওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এখন তাকে নিয়োগের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। চাকরিতে তাঁর তিন বছর মেয়াদ বাড়ানো হবে।
লেফটেন্যান্ট জেনারেল মুনিরকে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন করা হয়েছিল এবং জেনারেল বাজওয়ার অধীনে একজন ব্রিগেডিয়ার হিসাবে বাহিনীর কমান্ড নেওয়ার পর থেকেই তিনি বিদায়ী সিওএএস-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জেনারেল বাজওয়া তখন এক্স কর্পসের কমান্ডার ছিলেন।
Leave feedback about this