2024-12-19
agartala,tripura
বিশ্ব

উপনির্বাচনে শাসক দলকে হারিয়ে জয় লাভ করলো ইমরান খানের দল

জনতার কলম ওয়েবডেস্ক :- ছন্দে ফিরছে ইমরান খান। উপনির্বাচনে শাসক দলকে হারিয়ে ১০টি আসনের মধ্যে ৮টি আসনেই জয় লাভ করলো ইমরান খানের দল। যার মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলি ৬টি ও পাঞ্জাব অ্যাসেম্বলি ২টি মোট ৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল। গতকাল অর্থাৎ রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়,শেষ হয় বিকেল ৫টা।তারপর শুরু হয় ভোট গণনা।আপাতভাবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ প্রক্রিয়া চললেও, খাইবার পাখতুনখাওয়ায় পিটিআই ও আওয়ামি ন্যাশনাল পার্টির সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে, পিটিআই কর্মীরা অভিযোগ করেছেন, করাচীতে তাদের উপরে হামলা করা হয়েছে। ভোট রিগিংয়েরও অভিযোগ করা হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন বিধিভঙ্গের মোট ১৫টি অভিযোগ জমা পড়েছে।এদিকে, নির্বাচনের ফল প্রকাশ হতেই উচ্ছাস প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে নির্বাচন এগিয়ে আনার দাবিতেও ফের একবার সরব হয়েছেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service