2024-12-21
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

প্রমান নিয়ে মাঠে নেমে থাকেন ED, বিরোধীদের করা বার্তা অর্থমন্ত্রীর

জনতার কলম ওয়েবডেস্ক :- এইবার বিরোধীদের বিরুদ্ধে মুখ খুললেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED যতই গভীরে নামছে তাঁদেরকাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভারতের বিভিন্ন রাজ্যের দুর্নীতি নিয়ে তারা তদন্তে নেমেছে এরই মধ্যে তাঁদের কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা যদিও তারা যথাপযুক্ত প্রমান নিয়ে ওই মাঠে নেমে থাকেন। তিনি আরো বলেন ED হলো এমন একটি তদন্তকারী সংস্থা অপরাধের ভিত্তিতেই তদন্ত করে তারা। ED যে কাজ করে তা সম্পূর্ণ স্বতন্ত্র।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service