2024-12-19
agartala,tripura
বিশ্ব

জি-৭ সামিটে যোগ দিতে জার্মান উড়ে গেলেন প্রধানমন্ত্রী

জনতার কলম প্রতিনিধিঃ-জি-৭ সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবাসরীয় সকালে মিউনিখ বিমানবন্দরে অবতরণ করেন মোদী। সমসাময়িক বিভিন্ন ইস্যুগুলি নিয়ে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর দেশে ফেরার আগে সংযুক্ত আরব আমিরশাহিতেও যাবেন তিনি। এবারের জি-৭ সম্মেলনে শক্তি, খাদ্য সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন, পরিবেশ এবং গণতন্ত্র সংক্রান্ত একাধিক বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী। রবিবার ভোরবেলা মিউনিখ বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য এর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন আয়োজন দেখে আপ্লুত প্রধানমন্ত্রীও। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইটে জানিয়েছেন, “জলবায়ু, শক্তি, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন মোদী। এর পাশাপাশি বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।”

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service