2024-12-17
agartala,tripura
বিশ্ব

মাংকি পক্স নিয়ে বৈঠক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জনতার কলম প্রতিনিধিঃ- বিশ্বের একাধিক দেশে তীরের বেগে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। এহেন পরিস্থিতিতে বৈঠক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। কারণ মাঙ্কিপক্সের জেরে বিশ্ব স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মুখে হু। গত মে মাসে পশ্চিম এবং মধ্য আফ্রিকা থেকে আচমকাই লাগামছাড়াভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। সংখ্যাগরিষ্ঠ মাঙ্কিপক্সের সংখ্যা ইউরোপের পশ্চিমাংশে দেখা গিয়েছে। এদিকে জুন মাসের শেষে তা এবার মাত্রা ছাড়িয়েছে। এরপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা প্রাইভেটে বৈঠক করেন। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জন্য জরুরী অবস্থা হিসাবে বিবেচনা করা হবে কিনা, তা নির্ধারণের জন্য ২৩ জুন বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষকর্তা ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস, সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনায় ইতিমধ্যেই তৈরি করেছেন একটি জরুরী কমিটি। উল্লেখ্য, গত মে মাসে পশ্চিম এবং মধ্য আফ্রিকা থেকে আচমকাই লাগামছাড়াভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এই পর্যন্ত ২৯ টি দেশ পার করেছে মাঙ্কিপক্স। বৃহস্পতিবারের একান্ত বৈঠকে অনেক দিন চলে আসা আফ্রিকার এই ভয়াবহ রোগটি নিয়ে উদ্বেগের মুখে পড়েছেন হু-র প্রতিনিধিরাও। আফ্রিকার দেশগুলির বাইরে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service