2024-12-16
agartala,tripura
বিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান মৃত শতাধিক পেরিয়ে

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার ভোররাতে ভূমিকম্প হয় আফগানিস্তান ও পাকিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে আফগানিস্তানে কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে।জানা গিয়েছে, বুধবার ভোরেই ব্যাপক কম্পন অনুভূত হয় আফগানিস্তান ও পাকিস্তানে। ভূমিকম্পের জেরে প্রায় ৫০০ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। দুই দেশেই ভূমিকম্প অনুভূত হলেও, আফগানিস্তানই ভূমিকম্পের উৎসস্থল হওয়ায়, সেখানেই ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েত্তা সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।কয়েক মিনিটের ভূমিকম্পেই আফগানিস্তানের উত্তর অংশ ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। ভেঙে পড়ে অগুনতি বাড়ি-ঘর। জানা যায় ভূমিকম্পের জেরে কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে যে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service