2024-12-17
agartala,tripura
বিশ্ব

৪০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বাংলাদেশে

জনতার কলম ওয়েবডেস্ক : বিপর্যয় নেমে এল বাংলাদেশে। এখনও পর্যন্ত বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছেন ২১ জন। ভারী বৃষ্টিতে জলমগ্ন দেশের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জ। বন্যার জলের দাপটে ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের নীচে চলে গিয়েছে বিস্তীর্ণ স্থলভূমি। জায়গায় জায়গায় ধস নেমেছে। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার জনের। ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক এলাকায়। ইন্টারনেট তো বটেই, এক জায়গা থেকে অন্যত্র যোগাযোগও বন্ধ।’বাংলাদেশ সরকারের তরফে জানা গিয়েছে, সিলেট এবং সুনামগঞ্জ গোটা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক হাসপাতালের ভিতরও জল ঢুকে গিয়েছে। ফলে  চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ। জলবন্দি হয়ে এখনও আটকে রয়েছেন বহু মানুষ। পানীয় জলটুকু পাচ্ছেন না তাঁরা। খাবার তো দূরের কথা। তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। সব মিলিয়ে ভোগান্তি চরম আকার ধারণ করেছে বাংলাদেশে । সবমিলিয়ে এ বার সেখানে  ৪০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service