2024-12-18
agartala,tripura
বিশ্ব

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালানোর আগেই আমেরিকার তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল : জো বাইডেন

জনতার কলম, ওয়েবডেস্ক :- শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইরকম কিছু কখনও হয়নি। আমি জানি অনেকেই হয়তো ভাববেন যে আমি বাড়িয়ে-চড়িয়ে বলছি। কিন্তু আমি জানি যে আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে। তিন মাস কেটে গিয়েছে, যুদ্ধ থামেনি রাশিয়া-ইউক্রেনের মধ্যে। এই যুদ্ধে রাশিয়া কাউকে পাশে না পেলেও, ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো একাধিক পশ্চিমী দেশ। কিন্তু সময় পেরতেই ধীরে ধীরে সুর বদলাতে শুরু করেছে বিভিন্ন দেশগুলি। শুক্রবারই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিস্ফোরক এক দাবি করেন। তিনি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালানোর আগেই আমেরিকা সতর্ক করতে চেয়েছিল। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিই সেই তথ্য শুনতে চাননি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service