জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়া ইউক্রেন যুদ্ধের একশো দিন পূর্ণ হয়েছে । ২৪ ফেব্রুয়ারির এক সকালেই কোনও সতর্ক বাণী ছাড়াই ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তারপর থেকে গোলা বর্ষণ , ইউক্রেনের বিভিন্ন শহরে হয়েছে মিসাইল হামলা । ছিন্নভিন্ন হয়ে গিয়েছে গোটা দেশ মারা দুই তরফের বহু সেনা । প্রাণ গিয়েছে ইউক্রেনের একাধিক সাধারণ নাগরিকও । ইউক্রেনে সামরিক অভিযানের একশো বছর পূরণ হয়েছে শুক্রবার । সেই উপলক্ষে গতকাল ক্রেমলিনের তরফে বলা হয়েছে , ‘ কিছু ফলাফল পাওয়া গিয়েছে । ‘ রাশিয়ার তরফে আগেই বলা হয়েছিল , ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী রাশিয়াপন্থ অঞ্চল ডনেৎস্ক ও লুহানস্ক এর জনগণের সুরক্ষার জন্যই সেখানে রাশিয়ার তরফে সেনা পাঠানো হয়েছিল । সামরিক অভিযান শুরু হওয়ার আগেই ইউক্রেনের এই দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছিলেন পুতিন । গতকাল একই সুর শোনা গেল পেসকভের কণ্ঠে । তিনি বলেছেন , তাঁদের সুরক্ষার খাতিরে কিছু পদক্ষেপ করা হয়েছে এবং কিছু ফলাফল পাওয়া গিয়েছে ।
বিশ্ব
১০০ দিন পূর্ণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধের
- by janatar kalam
- 2022-06-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this