2024-12-19
agartala,tripura
বিশ্ব

যুদ্ধবন্দী সাধারণ নাগরিক ও সেনাদের মুক্তির দাবিতে ইউক্রেন সেনার এই উদ্যোগ

জনতার কলম প্রতিনিধিঃ- প্রায় তিন মাস হতে চলল , থামেনি যুদ্ধ এখনও। ইউক্রেনের শহরের দখল নিচ্ছে রুশ সেনা। ফের যুদ্ধ করে সেই শহরগুলি দখলমুক্ত করছে ইউক্রেন সেনা বিগত সপ্তাহগুলি ধরে এই ঘটনাই ঘটে চলেছে। যে সমস্ত শহরগুলিকে রুশ সেনার দখলমুক্ত করা হচ্ছে , সেখানের ধ্বংসস্তূপ থেকে রুশ সেনাদের দেহও উদ্ধার করছে ইউক্রেনের সেনা । ডিএনএ পরীক্ষা ও ট্যাটুর চিহ্নিতকরণের মাধ্যমে তাদের পরিচয় জানার চেষ্টাও করা হচ্ছে বিশেষ কারণে । কয়েক সপ্তাহ আগে খারকিভ ছেড়ে রুশ সেনা চলে যাওয়ার পরই সেখানে প্রবেশ করেছে ইউক্রেনের সেনা । স্বেচ্ছাসেবকদের সাহায্যে এখনও অবধি প্রায় ৬০ টি দেহ উদ্ধার করা হয়েছে । ইউক্রেনের তরফে জানানো হয়েছে , রাশিয়ার সেনা যাদের যুদ্ধবন্দি বানাচ্ছে , তাদের মুক্তি দিতেই এই কাজ করা হচ্ছে । রুশ সেনাদের দেহ সে দেশের সরকারের হাতে তুলে দেওয়ার বদলে রাশিয়াও ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ , যাদের যুদ্ধবন্দি বানিয়ে রেখেছে , তাদের মুক্তি দিক , এমনটাই আশা করছে ইউক্রেনীয় সেনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service