2024-12-15
agartala,tripura
বিশ্ব

পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল চাঞ্চল্যকর দাবি ইউক্রেন সেনা আধিকারিকের

জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক কষা হয়েছিল? এমনই বিস্ফোরক দাবি করেছেন ইউক্রেনের এক সেনা আধিকারিক। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের আবহে এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জল্পনা ছড়িয়েছে। আর এরই মধ্যে ইউক্রেনের ডিফেন্স ইনটেলিজেন্সের প্রধান মেজর জেনারেল কাইরাইলো বুদানভ দাবি করেছেন দুই মাস আগে পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। ইউক্রেনের ওই সেনা আধিকারিক জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু পর ২৪ ফেব্রুয়ারি কৃ্ষ্ণ সাগর ও ক্যাস্পিয়ান সাগরের মাঝে ককাসাস এলাকায় ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইউক্রেনের এক সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাভদায় এমন দাবি করেছেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service