2024-12-16
agartala,tripura
বিশ্ব

জাপানের টোকিয়োতে কোয়াড বৈঠকে মুখোমুখি মোদী সহ তিন দেশের রাষ্ট্রপ্রধানরা

জনতার কলম প্রতিনিধিঃ- কোয়াড বৈঠকে যোগ দিতে গতকালই জাপানের রাজধানী টোকিয়ো উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ছাড়া অন্যান্য কোয়াডভুক্ত দেশ আমেরিকা , জাপান অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতারাও এই সম্মেলনে যোগ দিয়েছেন। আজ জাপানের রাজধানী টোকিয়োতে মোদী সহ অন্য তিন দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে মুখোমুখি হয়েছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার কোয়াডের সদস্য দেশগুলির নেতারা মুখোমুখি বৈঠকে মিলিত হয়েছিলেন। এই বৈঠকের শুরুতেই তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে , কোয়াড সদস্য দেশগুলির পরস্পরের প্রতি আস্থা এবং দৃঢ় মনোভাব গণতান্ত্রিক চিন্তা ভাবনাকে নতুন করে শক্তি এবং উৎসাহ দেয়। মোদী ছাড়া এদিনের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন , জাপানের প্রধানমন্ত্রী ফিউমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ি উপস্থিত ছিলেন । কোয়াড সম্মেলনে যৌথ বৈঠকের পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে তিন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ , কারণ রাশিয়া নিয়ে মতান্তের পর এই প্রথম দু’দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হতে চলেছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service