2024-12-17
agartala,tripura
বিশ্ব

চলে গেলেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্তা মার্শাল হিয়ন চোল হ্যায়

জনতার কলম প্রতিনিধিঃ- কোভিড জ্বরে জর্জরিত উত্তর কোরিয়া। তবে এই দেশের হাল হকিকত সম্পর্কে অন্ধকারেই গোটা বিশ্ব। উত্তর কোরিয়ার অবশ্য দাবি , সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। এরই মাঝে এবার প্রয়াত হলেন সেদেশের একনায়ক কিম জং উনের ‘ গুরু ’ তথা উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্তা মার্শাল হিয়ন চোল হ্যায়। প্রয়াত এই সামরিক কর্তার শেষ যাত্রায় কফিন ধরে হাঁটতে দেখা গেল খোদ কিম জং উনকে। কালো পোশাকে থাকা কিমের গলায় জড়ানো ছিল লাল রঙের একটি স্কার্ফ। তাঁর মুখে লাল হয়ে গিয়েছিল। চোখও লাল ছিল। এদিকে কিম ছাড়া কফিন বাহকদের সবার মুখেই মাস্ক দেখা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service