জনতার কলম প্রতিনিধিঃ- আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিল ইউক্রেন । ইউক্রেনীয়দের সেই ইচ্ছা হজম হয়নি ভ্লাদিমির পুতিনের । এর জেরেই পড়শি দেশে হামলা চালায় রাশিয়া । সেই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার এখনও কোনও চিহ্ন দেখা যাচ্ছে না । এরই মাঝে এবার ক্রেমলিনের রক্তচাপ বাড়িয়ে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন পত্র জমা দিল ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার আগ্রাসী মনোভাবের জেরেই সুইডেন ও ফিনল্যান্ডের এই পদক্ষেপ বলে জানিয়েছেন ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেনস স্টোল্টেনবার্গ । এদিন ফিনল্যান্ড ও সুইডেনের থেকে আনুষ্ঠানিক আবেদন পত্র হাতে পেয়ে স্টোল্টেনবার্গ বলেন , ‘ ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুরোধকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার । ‘ ন্যাটো প্রধান এদিন আরও বলেন , ‘ আমাদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এটি একটি ভালো দিন । ‘ এই দুই দেশের আবেদন এখন ন্যাটোর ৩০ সদস্য দেশ খুটিয়ে দেখবে । এবং নিয়ম অনুযায়ী ৩০ টি দেশকেই এই অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দিতে হবে । এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে । ‘
বিশ্ব
ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন পত্র জমা দিল ফিনল্যান্ড ও সুইডেন
- by janatar kalam
- 2022-05-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this