2024-12-21
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

সমুদ্রে অপেক্ষা জ্বালানি বোঝাই জাহাজ এর

জনতার কলম প্রতিনিধিঃ- এক অদ্ভুত সঙ্কট ! সমুদ্রেই অপেক্ষা করছে জ্বালানি বোঝাই জাহাজ , অথচ সাধারণ মানুষ এক লিটার গ্যাসোলিন কিনতেও সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন । হাতের সামনেই জ্বালানি থাকলেও , তা কিনতে পারছে না শ্রীলঙ্কা। কারণ তাদের কাছে ওই জ্বালানির দাম মেটানোর মতো টাকাও নেই। বুধবারই সরকারের তরফে দেশবাসীদের নির্দেশ দেওয়া হয় , তারা যেন আর জ্বালানি কেনার জন্য লাইন না দেন । কারণ সরকারের পক্ষে জ্বালানি কেনার জন্য পর্যাপ্ত ডলার নেই। বুধবারই শ্রীলঙ্কার সংসদে শক্তি মন্ত্রী কাঞ্চনা উইজশেকেরা বলেন , “ আমাদের জলসীমাতেই পেট্রোল নিয়ে একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তবে জ্বালানি কেনার জন্য আমাদের কাছে বিদেশি মুদ্রা নেই । আজ বা আগামিকালের মধ্যেই ওই জাহাজ ছেড়ে দেওয়া হবে ” । বকেয় অর্থ প্রসঙ্গেও তিনি বলেন , “ বেশ কিছু সরবরাহকারীর কাছে প্রায় ৫.৩ কোটি ডলার অর্থ বকেয়া রয়েছে । এর আগে তারা যে গ্যাসোলিন সরবরাহ করেছিলেন , তার বিনিময়েই এই অর্থ দেওয়া বাকি রয়েছে । সরকারের কাছে বর্তমানে বিদেশি মুদ্রা না থাকায় , অর্থ মেটানো সম্ভব হচ্ছে না । ” করোনাকালে দেশের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়ায় ও বিদেশি ঋণের চাপে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছে শ্রীলঙ্কা । স্বাধীনতার পর এটাই সবথেকে বড় আর্থিক সঙ্কট । খাদ্য থেকে শুরু করে জ্বালানি , রান্নার গ্লাস – সবকিছুরই সঙ্কট দেখা গিয়েছে । মিলছে না অত্যাবশ্যকীয় ওষুধও।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service