জনতার কলম প্রতিনিধিঃ- প্রতিবাদ – বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ।ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ, আর্থিক সঙ্কট চরম আকার ধারণ করেছে শ্রীলঙ্কায়। বিগত দুই মাস ধরেই দেশের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়লেও , ইস্তফা দিতে নারাজ ছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষ। গোটা মন্ত্রিসভা ইস্তফা দিলেও , নিজের পদেই বহাল ছিলেন তিনি। তবে শেষ অবধি সরকার – বিরোধী বিক্ষোভের কারণেই চলতি সপ্তাহে গদি ছাড়তে বাধ্য হন তিনি। জল্পনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর পরিবার হয়তো ভারতে পালিয়ে এসেছে । তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে , শ্রীলঙ্কার রাষ্ট্রনেতারা এই দেশে পালিয়ে আসেননি। বাংলা ভারতীয় হাই কমিশনের তরফে টুইটে জানানো হয়েছে ,। তাছাড়া টুইটে বলা হয়েছে , “ সম্প্রতি হাই কমিশনের নজরে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক নেতা ও পরিবার ভারতে পালিয়ে এসেছেন । এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনও সত্যতা নেই । হাই কমিশনের তরফে তীব্রভাবে এই ভুয়ো তথ্যকে খারিজ করা হচ্ছে । ”বিগত প্রায় দুই মাস ধরে শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের কারণে বিক্ষোভের আগুন ছড়িয়েছে । সোমবার বিক্ষুব্ধ জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৫০ জন আহত হয়েছেন ।
বিশ্ব
বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলংকা
- by janatar kalam
- 2022-05-11
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this