2024-12-16
agartala,tripura
বিশ্ব

ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে কোন দেশ হস্তক্ষেপ করতে চাইলে, রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না : পুতিন

জনতার কলম ওয়েব ডেস্ক :- বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, সে বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত যে, রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত।’ কোনওরকম হুমকির মুখোমুখি হলে রাশিয়া অস্ত্র ব্যবহারে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক’দিন আগে সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে। মস্কোর পক্ষ থেকে তাকে দ্রুত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন পুতিন। আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘কৌশলগত নিরাপত্তা’ সংক্রান্ত হুমকির জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ করবে, সে বিষয়ে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। তিনি আরও বলেন,পশ্চিমিরা এখনও অর্জন করতে পারেনি এমন অস্ত্রও আমাদের রয়েছে। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহঙ্কার করব না। আমরা এগুলি ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। এই বিষয়টিই আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই।’

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service