জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়ার রকেট হামলায় ধরাশায়ী ইউক্রেনের ক্রামাটর্সক স্টেশন। ৪ শিশু-সহ মৃত্যু হয়েছে ৫০ জনের। প্রত্যেক যুদ্ধপরাধীকে শাস্তি পেতে হবে বলে মস্কোকে নিশানা করে হুঁশিয়ারি ইউক্রেনের যদিও সরকারিভাবে হামলার দায় স্বীকার করেনি মস্কো। বুচার পর বোরোডিয়াঙ্কাতেও রুশ সেনার বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানোর অভিযোগ। জানা যায় ভয়াবহ যুদ্ধ থেকে প্রাণ বাঁচানোর চেষ্টায় স্টেশনে তখন ট্রেনের অপেক্ষায় হাজার চারেক মানুষ। সেই সময়ই হঠাৎই ধেয়ে এল রাশিয়ার তোচকি-ইউ রকেট এবং বিস্ফোরণ ঘটায় ইউক্রেনের ক্রামাটর্সক শহরে রেলস্টেশন। যাতে চার শিশু-সহ প্রাণ হারিয়েছেন ৫০ জন নিরীহ। আহত অন্তত ৯০। এই ঘটনার পর ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি অভিযোগ করেন যে কৌশলগতভাবেই ইউক্রেনের স্কুল, হাসপাতাল, স্টেশন, নিরীহ নাগরিকদের টার্গেট করছে রাশিয়া।
বিশ্ব
রাশিয়ার রকেট হামলায় ধরাশায়ী ইউক্রেনের ক্রামাটর্সক স্টেশন
- by janatar kalam
- 2022-04-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this