2024-12-16
agartala,tripura
বিশ্ব

গ্রেনেড বিস্ফোরণে রক্তাক্ত আফগানিস্তান

জনতার কলম প্রতিনিধিঃ- ফের আক্রান্ত আফগানিস্তান। তালিবান-শাসিত আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ। জানা যায় কাবুলের পুল-ই-কিস্ত মসজিদে বিস্ফোরণ হয়েছে। ঘটনার বিবরনে জানা গিয়েছে
বুধবার দুপুরের পর এই ঘটনাটি ঘটেছে। একাধিক ব্যক্তির জখমের আশঙ্কা। গ্রেনেড ছোড়ার কারণে বিস্ফোরণ বলে দাবি। এখনও পর্যন্ত ৬ জনের জখম হওয়ার খবর জানিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। বুধবার বিকেলের প্রার্থনা চলার সময় হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারা হয় বলে জানানো হয়েছে আফগান পুলিশের তরফে। কাবুলের অত্যন্ত ঘিঞ্জি এলাকার মধ্যে রয়েছে পুল-ই-কিস্ত মসজিদ।
এখনও পর্যন্ত মসজিদে গ্রেনেড হামলার দায় কেউ নেয়নি। এর কদিন আগেই কাবুলে একটি গ্রেনেড হামলা হয়েছিল। ঘিঞ্জি বাজারের মাঝে ছোড়া হয়েছিল গ্রেনেড। সেই ঘটনায় মারা গিয়েছিলেন একজন। জখম হয়েছিলেন কমবেশি ৬০ জন বাসিন্দা। ওই ঘটনায় দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল তালিবান প্রশাসন। তাদের দাবি ছিল, লুঠ করতে গিয়ে ওই ঘটনা ঘটানো হয়েছিল। গত বছরের অগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবান। কিন্তু তারপরেও হিংসাত্মক ঘটনার সংখ্যা কমেনি। ইসলামিক স্টেটের একটি অংশের হামলার শিকার হতে হয়েছে আফগানিস্তানের বিভিন্ন এলাকাকে। 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service