জনতার কলম প্রতিনিধি:- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংবিধান লঙ্খন করে ভেঙে দিয়েছেন অ্যাসেম্বলি বলে অভিযোগ বিরোধীদের। তিন মাসের মধ্যে নতুন করে নির্বাচন করানোর পিছনেও কৌশল রয়েছে বলে দাবি তাঁদের। সেই অভিযোগ যদি সত্য হয়, তাহলে ইমরানের পরিকল্পনায় আপাতত জল ঢালল সে দেশের নির্বাচন কমিশন। জানিয়ে দিল, অনেক আইনি এবং সাংবিধানিক প্রতিবন্ধকতা রয়েছে। এত কম সময়ে নির্বাচনের আয়োজন সম্পূর্ণ করাও সম্ভব নয় বলে জানিয়ে দিল তারা। বলা হয়েছে, ছ’মাসের আগে কোনও ভাবেই নির্বাচন করানো সম্ভব নয়। এ দিকে মঙ্গলবারই পাক সুপ্রিম কোর্টে অ্যাসেম্বলি-র ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত নিয়ে ফের শুনানি রয়েছে। অনাস্থা প্রস্তাব পেশ, আস্থাভোটের দিন ক্ষণ ঘোষণার পরও ভোটাভুটি বাতিল করা হল কোন যুক্তিতে, তা নিয়ে শুনানি চলছে। সোমবারও একদফা শুনানি হয় এই নিয়ে। প্রধান বিচারপতি উমর আতা বান্দিলাল নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, সব দিকে ভারসাম্য রেখেই সিদ্ধান্ত নিতে হবে আদালতকে। কিন্তু বিরোধীপক্ষের আইনজীবীরা যুক্তি দিতে উঠলে শুনানি স্থগিত হয়ে যায়। মঙ্গলবার এ নিয়ে রায় শোনাতে পারে পাক শীর্ষ আদালত বলে জানা যায়।
বিশ্ব
ইমরানের পরিকল্পনায় জল ঢালল পাকিস্তান নির্বাচন কমিশন
- by janatar kalam
- 2022-04-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this