জনতার কলম ওয়েবডেস্ক :- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর আর্থিক সহায়তা পেয়ে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানের অর্থনীতি। গত কয়েক মাস ধরে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার প্রায় তলানিতে এসে ঠেকেছিল। আইএমএফ-এর সহায়তা পাওয়ার পর, গত কয়েকদিনে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।১৪ জুলাই পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার, বর্তমানে ৮৭৩ কোটি মার্কিন ডলার। যা, গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের অক্টোবরে পাক কেন্দ্রীয় ব্যাঙ্কে জমা বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৮৭৬ কোটি মার্কিন ডলার। তারপর থেকে মজুত বৈদেশিক মুদ্রার পরিমাণ ক্রমে কমেছিল। তবে, শুধু আইএমএফ নয়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিও পাকিস্তানের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।ব্লুমবার্গ জানিয়েছে, গত সপ্তাহে প্রাপ্ত প্রায় ৪২০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে পাকিস্তান। গত বছর পাকিস্তানে সরাসরি বিদেশী বিনিয়োগ ২৫ শতাংশ কমেছিল। ভারসাম্য বজায় রাখতে, পাকিস্তান সরকার রফতানি প্রায় ১৩ শতাংশ কমিয়ে দিয়েছে। চিনের এক্সিম ব্যাঙ্ক পাকিস্তানকে ৬০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ দিয়েছে। যার ফলে, বৈদেশিক মুদ্রার ভাঁড়ার আরও বেড়েছে। এই নতুন অর্থ সহায়তা এবং স্থানীয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি বৈদেশিক মুদ্রা ধরে রাখায় তাদের পাকিস্তানের অর্থনীতি ধীর হলেও ঘুরে দাঁড়াচ্ছে। আইএমএফ-এর আর্থিক সাহায্যের ফলে পাকিস্তান ঋণ খেলাপিই এড়াতে সক্ষম হয়েছে। আগামী মাসেই শেষ হচ্ছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মেয়াদ। তার আগে এই সহায়তা তাঁর সরকারকে প্রয়োজনীয় অক্সিজেন দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।সাম্প্রতিক আর্থিক উন্নতি সত্ত্বেও, পাকিস্তানের মাথা ব্যথা হয়ে রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ। তাদের বৈদেশিক ঋণের পরিমাণ এখন ১০০০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। আইএমএফ যে বেলআউট কর্মসূচির লক্ষ্য বেঁধে দিয়েছে, তা পূরণে ব্যর্থ হলে ইসলামাবাদকে বিপদে পড়তে হবে।
বিশ্ব
আইএমএফ-এর সহায়তা পাওয়ার পর পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার প্রায় দ্বিগুণ
- by janatar kalam
- 2023-07-21
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this