2024-11-25
agartala,tripura
বিশ্ব

এতদিন ধরে চলা জল্পনা কি সত্যি হচ্ছে ২৯শে এপ্রিল ?

প্রথমত করোনা ভাইরাস আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। এরই মাঝে অন্য একটি আতঙ্ক 0r2 astronite । বেশ কয় একমাসের আলোচনার বিষয়বস্তু astronite । তথ্য অনুযায়ী জানা যায় মহাকাশ থেকে একটি উল্কাপিন্ড দ্রুত বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সেই উল্কাপিন্ড যদি পৃথিবীতে আছড়ে পরে তাহলে কি পৃথিবী ধ্বংস হচ্ছে তা নিয়ে যেমন প্রশ্ন জাগে বিজ্ঞানীদের মনে ঠিক সেভাবে আমরা কি বাঁচবো না কি লুপ্ত হয়ে যাবো? কোন কিছু সৃষ্টির পর যেহেতু তার ধ্বংস অবশ্যম্ভাবি সেই ধ্বংসের দিন কি এসে পড়লো তা নিয়ে যেমন বিরাজ করছে আতঙ্ক রয়েছে কোটি টাকার প্রশ্ন সাধারন মানুষের মনে। বলা বাহুল্য যে জায়গায় চোখের সামনে মৃত্যুর হাতছানি দেখেও আমরা অবহেলিত সে জাগায় পৃথিবী ধ্বংসের আতঙ্ক তো সামান্য। তবে পৃথিবীর মানবকুল ও সমস্ত প্রাণীদের জন্য স্বস্তির বার্তা যে নাসার রিপোর্ট অনুসারে ভয়ের কিছু কারন নেই বলে জানা যায়। কেননা সূত্রের খবর অনুযায়ী 0r2 astronite আমাদের পৃথিবী থেকে আগামীকাল ভারতীয় সময় অনুসারে বিকাল ৩টা২৬মিনিট এ প্রায় ৬৩লাখ কিলোমিটার দূরত্বে ৩১৩১৯কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করবে বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service