জনতার কলম ওয়েবডেস্ক :- রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সে দেশের আধা সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ। রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পুতিনকে সরানোর ডাক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের লক্ষ্য হল দেশের সেনাবাহিনীকে হারানো ও পুতিনকে ক্ষমতা থেকে উতখাত করা।ওয়াগনার গ্রুপের বিদ্রোহীদের দেশের বিশ্বাসঘাতক অশুভ শক্তি বলা অ্যাখা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এরই মাঝে বিদ্রোহরা রাশিয়া ভোরোনেঝার তৈলখনিতে কপ্টারের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটালো। তৈল খনিতে থাকা বহু তেল নষ্ট হয়ে গেল। রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে আসছে সেনা বিমান ভেঙে পড়ার খবর। সেগুলো বিদ্রোহী, না সরকারের তা এখনও পরিষ্কার নয়।
বিশ্ব
গৃহযুদ্ধে রাশিয়ায় কপ্টার বিস্ফোরণে উড়ল তেলের খনি
- by janatar kalam
- 2023-06-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this