2024-11-25
agartala,tripura
বিশ্ব

যুদ্ধ থামাতে চাইছে রাশিয়া! রয়েছে কিছু শর্ত বিস্তারিত পড়ুন

জনতার কলম প্রতিনিধি:- জানা গিয়েছে উত্তর ইউক্রেন ও কিয়েভের কাছে হামলা দ্রুত কমিয়ে ফেলতে চায় রাশিয়া। আগামিকাল তুরস্কে রুশ-ইউক্রেন আলোচানার পরই ওই সিদ্ধান্ত কার্যকর করতে পারে রাশিয়া। এমনটাই দাবি সমঝোতাকারীদের। এদিন রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেকজেন্ডার ফোমিন জানিয়েছেন, ‘ইউক্রেন পরমাণু শক্তি অর্জন করার চেষ্টা করবে না, ন্যাটোয় যোগ না দিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে এমন শর্তে কিয়েভের কাছাকাছি অঞ্চল ও চেরনিগিভে সেনা তত্পরতা কম করে দেবে রাশিয়া।’ রাশিয়ার শর্ত ন্যাটোয় যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে ইউক্রেনকে। পাশাপাশি, পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার চেষ্টা থেকে সরে আসতে হবে জেলেনেস্কিকে। শর্তের উত্তরে এদিকে, ইউক্রেন জানিয়েছে, ইউক্রেনের যেসব এলাকায় রুশ সেনা ঢুকেছে সেখানে সরকার বিরোধীদের ক্ষমতাধর করার চেষ্টা করছে রাশিয়া। তবে রাশিয়া বুঝে গিয়েছে ইউক্রেনকে ভাঙা যাবে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service