2024-12-19
agartala,tripura
বিশ্ব

ঋণ না দেওয়ায় পাকিস্তানি বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ)। তাই ওই সংস্থাকে ইজারা দেওয়া একটি বোয়িং বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া। মঙ্গলবার কুয়ালা লামপুর বিমানবন্দরে বিমানটি নামার পরেই, তা বাজেয়াপ্ত করেন মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে পাকিস্তান সরকারকে।মালয়েশিয়া প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে ইসলামাবাদ।

একটি সূত্র মারফত জানা গিয়েছে পাকিস্তানকে বিমানটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তি মোতাবেক প্রায় ৪০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও, তা এখনও মেটায়নি পাকিস্তানের বিমান সংস্থাটি। তাই মালয়েশিয়ার একটি আদালতের নির্দেশেই বিমানটিকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়।বোয়িং ৭৭৭ বিমানটিকে ২০২১ সালেও একই কারণে বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে পাকিস্তান মালয়েশিয়াকে আশ্বাস দিয়েছিল যে, বকেয়া টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। সেই আশ্বাস পেয়েই বিমানটিকে পাকিস্তানে উড়ে যাওয়ার অনুমতি দেয় মালয়েশিয়া। বিমানটিতে তখন ১৭৩ জন যাত্রী এবং কর্মী ছিলেন। আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতাও চলছে। এই আবহে এমন ঘটনা বিশ্বের দরবারে ইসলামাবাদকে আরও অস্বস্তিতে ফেলল বলে মনে করা হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service