2024-12-16
agartala,tripura
বিশ্ব

রুশ সেনার পাশবিক লালসার শিকার এক ইউক্রেনীয় মহিলা

জনতার কলম প্রতিনিধি:- বেশ কয়েকমাস ধরেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। নানাভাবে ইউক্রেনের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার সামনে এলো রুশ সেনার পাশবিক লালসার খবর। জানা যায় কিয়েভের কাছে একটা ছোট্ট গ্রামে স্বামী সন্তান নিয়ে থাকেন এক ইউক্রেনীয় মহিলা , তার বাড়িতে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় রুশ সেনারা বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান প্রথমে তাঁর স্বামীকে হত্যা করা হয়। স্বামীর মৃত্যুর পরেই সন্তানকে একটি বয়লার ঘরে লুকিয়ে রাখেন নির্যাতিতা।সেখানেই হঠাৎ কেঁদে ওঠে তাঁর সন্তান। এরপরই কমান্ডরের নির্দেশে সেনারা তাঁর উপর অত্যাচার চালায় বাকি সেনারা। তিনি আরো জানান স্বামীর মৃতদেহের সামনেই তাঁকে ধর্ষণ করে একের পর এক রুশ সেনা। তখন তাঁরা সকলেই মদ্যপ ছিল। ঘটনার বর্ণনা দিতে দিয়ে বেশ কয়েকবার আঁতকে ওঠেন নির্যাতিতা বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service