জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্ত্রাসবাদের আটটি মামলায় এবং একটি দেওয়ানী মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে লাহোর হাইকোর্ট। অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট দুর্নীতির মামলায় ১৮ মার্চ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে।এদিন লাহোর হাই কোর্টে সশরীরে হাজির হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। আদালতের জোড়া সিদ্ধান্তের খবর পেতেই খুশিতে মেতে ওঠেন ইমরান অনুগামীরা।
ইসলামাবাদ হাইকোর্ট ১৮ মার্চ পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে জারি করা অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে। তাকে তোশাখানা মামলার শুনানিকারী জেলা আদালতে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী মামলার বেশ কয়েকটি শুনানি এড়িয়ে গেছেন। গতকাল শুনানির আগে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ফাওয়াদ চৌধুরী টুইট করেছিলেন যে উভয় পক্ষই ‘সমস্যার সমাধান করতে সম্মত হয়েছে’ এবং সম্মত সমাধান আদালতে উপস্থাপন করা হবে।ইমরান খান তোশাখানা নামক রাষ্ট্রীয় ডিপোজিটরি থেকে ডিসকাউন্ট মূল্যে একটি দামী গ্রাফ ঘড়ি কিনে লাভের জন্য তা বিক্রি করে দেন। তোষাখানা থেকে পাওয়া এই উপহারের কথা গোপন করে রেখেছিলেন ইমরান। প্রসঙ্গত, এই তোষাখানায় বিদেশি আধিকারিকদের থেকে পাকিস্তানের সরকারি অফিসাররা যে উপহার পান তা রাখা হয়। প্রসঙ্গত, তোশাখানা মামলায় আদালতের নির্দেশে ইমরানকে গ্রেফতারের জন্য পুলিশ সক্রিয় হতেই প্রবল প্রতিরোধ আসে ইমরানের অনুগামীদের তরফে।উল্লেখ্য গ্রেফতারি এড়াতে বিগত কয়েক দিন ধরে ইমরানের জামান পার্কের বাসভবন প্রায় যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। মঙ্গলবার পিটিআই প্রধানের সমর্থকরা তোশাখানা মামলায় তাদের নেতাকে গ্রেপ্তার করা থেকে বিরত রাখতে পুলিশ কর্মীদের সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত হন। যার ফলে লাহোরের জামান পার্ক এলাকাটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। উভয় পক্ষই আহত হয়েছিলেন। প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী গত এপ্রিলে অনাস্থা ভোট হারার পর ক্ষমতা থেকে অপসারিত হন।
Leave feedback about this