জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ, শনিবার উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত আন্তর্দেশীয় ভারত-বাংলাদেশ ডিজেল তেলের পাইপলইন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকেল ৫টায় ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন।শিলিগুড়ির লুমানীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল যাবে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে। পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) দাবি, এই লাইনের জেরে উত্তর বাংলাদেশের ১৬ জেলায় ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে। ভারত থেকে যাওয়া এই তেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে কম হবে বলে জানিয়েছেন দেশটির বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জানা গেছে, ২০১৮ সালে পাইপলাইন নির্মাণের জন্য দু’দেশের মধ্যে সমঝোতা পত্রে চুক্তি হয়। ভারতের অংশে ৫ কিলোমিটার এবং বাংলাদেশের অংশে ১২৬.৫ কিলোমিটার মিলিয়ে পাইপলাইনের মোট দৈর্ঘ্য ১৩১.৫ কিলোমিটার। পাইপলাইন নির্মাণের কাজ করেছে ভারতের দীপন গ্যাস। অয়েল ডিপো নির্মাণের কাজ করছে ভারতের পাইপ লাইনার্স লিমিটেড। পাইপলাইন নির্মাণে বাংলাদেশের খরচ পড়েছে ৩০৬ কোটি টাকা।