জনতার কলম ওয়েবডেস্ক :- চিনা দূতাবাসে কী করে রুশ সেনার হামলা হতে পারে তা নিয়ে তীব্র চাঞ্চল্য বিশ্বে। রুশ হামলায় ওই চিনা দূতাবাস ভবনের একাংশ ভেঙে পড়েছে। কোনওরকমে রক্ষা পান দূতাবাস কর্মীরা। এই ঘটনায় ইউক্রেনের ওডেসা বন্দর সংলগ্ন চিনা বাণিজ্যিক দূতাবাস ভবনটির ছবি দেখে স্তম্ভিত বিশ্ব। বিবিসির খবর, রাশিয়ান সেনার হামলায় চিনের এক দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এই হামলা চালায়। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণসাগর তীরে বিপুল খাদ্য শস্য নষ্ট করছে রুশ সেনা।রয়টার্স জানাচ্ছে, কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওডেসার এই চিনা কনস্যুলেটের ভাঙা জানালা দেখা যাচ্ছে। অন্য ভবনটির অন্য কোনও অংশে ক্ষতির চিহ্ন নেই। ইউক্রেন-রাশিয়া সংঘাতেরর শুরু থেকেই রাশিয়ার পক্ষ নিয়েছে চিন।রুশ হামলায় ইউক্রেনের চিনা দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি বেজিং। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বন্দর নগরী ওডেসায় রুশ হামলা হয়েছে। সেখানে মজুত করা ছিল চিনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য। হামলায় সব ধ্বংস হয়ে গেছে।