2024-12-15
agartala,tripura
বিশ্ব

চিনের প্রধানমন্ত্রী পদে বসলেন লি কিয়াং

জনতার কলম ওয়েবডেস্ক :- তৃতীয়বার ক্ষমতায় ফিরেই প্রেসিডেন্ট জিনপিং নিজের ঘনিষ্ঠ লি কিয়াংকে আনলেন প্রধানমন্ত্রী পদে। শনিবার চিনের পার্লামেন্টে ভোটাভুটিতে কার্যত একপেশেভাবেই জয় পেয়েছেন লি কিয়াং। আগামী ৫ বছর চিনের প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি।এদিন পার্লামেন্টে ভোটাভুটিতে দেখা যায়, লি কিয়াংয়ের পক্ষে ভোট পড়েছে ২ হাজার ৯৩৬টি।বিপক্ষে মোটে ৩টি ভোট পড়ে। ৮ জন ভোটাভুটি থেকে বিরত ছিলেন। পূর্বসূরি লি কেকিয়াংকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোভিড বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করা। বেজিংয়ের আর্থিক বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী করা। যদিও ব্যবসায়ী মহল মোটেও খুশি নয় লি কিয়াংকে নিয়ে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service