2024-09-20
agartala,tripura
বিশ্ব

একটি নয়, ৩ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর কোরিয়া শনিবার পূর্ব সাগরে স্বল্প পাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া নিজ দেশে তৈরি কঠিন প্রণোদনাবাহী মহাকাশ রকেটের পরীক্ষামূলক উত্‍ক্ষেপণের একদিন পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছে সিউলের সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, তারা সকাল ৮টা থেকে পিয়ংইয়ংয়ের ৬০ কিলোমিটার দক্ষিণে চুংওয়া কাউন্টি থেকে ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছেন। তাঁরা আরও জানান, ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে ছিটকে পড়ার আগে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট তথ্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছে বলে জানিয়েছে তারা। শুক্রবার দক্ষিণ কোরিয়া তাদের মহাকাশভিত্তিক পর্যবেক্ষণ ও নজরদারি সক্ষমতা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে মহাকাশ উত্‍ক্ষেপণ যানের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুধু কোরীয় উপদ্বীপ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েও শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করে এমন ‘গুরুত্বপূর্ণ উস্কানিমূলক’ কাজ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট’ লঙ্ঘন বলে জেসিএস এই উত্‍ক্ষেপণের নিন্দা করেছে। জেসিএসের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো বার্তায় বলা হয়, তাঁরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছেন এবং উত্তর কোরিয়ার যে কোনও উস্কানিমূলক পদক্ষেপের তীব্র জবাব দেওয়ার জন্য সেনাবাহিনী সক্ষমতার ভিত্তিতে একটি দৃঢ় প্রস্তুতির ভঙ্গি বজায় রাখবে। সূত্র অনুসারে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আলসোম দ্বীপে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলি ওয়াশিংটন বা তার মিত্রদের জন্য তাত্‍ক্ষণিক কোনও হুমকির কারণ না হলেও উত্তর কোরিয়ার ‘বেআইনি’ গণবিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘অস্থিতিশীল’ প্রভাব তুলে ধরেছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, “কোরিয়া ও জাপানের প্রতিরক্ষায় মার্কিন প্রতিশ্রুতি এখনও অটুট রয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর পূর্ব সাগরে স্বল্প পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। শুধু ২০২২ সালেই দেশটি প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্‍ক্ষেপণ করেছে, যা এক বছরের রেকর্ড।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service