2024-12-20
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন বছরের বছরের শুভেচ্ছা বার্তা পুতিনের

জনতার কলম ওয়েবডেস্ক :- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন বছরের বছরের শুভেচ্ছা বার্তা পুতিনের । ক্রেমলিনের তরফে এই নিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের তাঁদের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করার পথে বধ্যপরিকর এবং নিরন্তর সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ইউক্রেন আক্রমণ করে রাশিয়া।এর জেরে ইউরোপে যুদ্ধ শুরু হলে তার কড়া নিন্দা করে ভারত। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে SCO বৈঠকে যোগ দিতে গিয়ে আলাদা করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ‘এটা যুদ্ধের যুগ নয়’ রুশ প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন তিনি। দেশে ফিরে যাওয়ার কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন। মোদীকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই আবহে বর্ষশেষে ফের একবার পুতিনের ভারত-স্তুতিকে তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।গত কয়েকদিন ধরেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কথা বলতে শোনা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এই আবহে শান্তি সমঝোতার কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। গত ২৬ ডিসেম্বর এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। পরে ‘শান্তি সমঝোতায় ভারত সাহায্য করুক’ বলে টুইট করেন জেলেনস্কি। কিন্তু বর্ষশেষে ইউক্রেনের উপর রাশিয়া ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে পরিস্থিতির বদল ঘটে। যুদ্ধের মধ্যেই শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন রুশ রাষ্ট্রপতি পুতিন। সেখানে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে সওয়াল করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service