2024-12-15
agartala,tripura
বিশ্ব

যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি

জনতার কলম ওয়েবডেস্ক :- নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করতে পারেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় মঙ্গলবার সব সদস্যের কাছে চিঠি পাঠান। তিনি তাদের সবাইকে বুধবার পরিষদে উপস্থিত থাকার আহ্বান জানান।

কোনো কিছু পরিষ্কার না করে তিনি ওই চিঠিতে লিখেছেন- ‘দয়াকরে গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনারা উপস্থিত থাকবেন।’

রাশিয়া হামলা করার পর জেলেনস্কি ইউক্রেন ছেড়ে কোথাও না গেলেও তার সঙ্গে দেখা করতে ছুটে গেছেন ইউরোপের দেশগুলোর বেশিরভাগ নেতা। এ ছাড়া টেলিফোন ও ভিডিওকলেও বিশ্বনেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

যদি জেলেনস্কি সত্যিই যুক্তরাষ্ট্র সফরে যান তা হলে এটি নতুন করে নির্দেশ করবে, মার্কিনিদের কতটা প্রয়োজন ইউক্রেনের। রাশিয়া হামলা করার পর ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রই।

জানা গেছে, কিয়েভের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন সময়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service