2024-12-19
agartala,tripura
বিশ্ব

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল ঢাকা

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল রাজধানী শহর ঢাকা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঊর্ধ্বমুখী মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রবর্ধমান ব্যয়কে আটকাতে সরকার ব্যর্থ। শেখ হাসিনা অদক্ষতার কারণেই বাংলাদেশের মানুষ আজ সমস্যায় রয়েছেন।তাঁরা অন্ধকারে ডুবে যাচ্ছেন। সেই কারণেই শনিবার সকালে থেকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ খেলার মাঠে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। নিষেধাজ্ঞা অমান্য করে সরকার-বিরোধী বিক্ষোভ-অবস্থানে শামিল হন বিক্ষোভকারীরা ।এই দিকে বাংলাদেশের বিরোধী দলের দলীয় কর্মী-সমর্থকদের লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত সংসদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের সাংসদরা । আজ শনিবার ঢাকার গোলাপবাগ মাঠে আয়োজিত দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময়েই পদত্যাগের ঘোষণা করেন তাঁরা । দলীয় সাংসদদের শুভবুদ্ধির উদয় হওয়ায় খুশি বিএনপির নিচুতলার কর্মী-সমর্থকরা। যদিও শাসকদল আওয়ামি লীগের পক্ষ থেকে বিএনপির সাংসদদের পদত্যাগকে গিমিক বলে কটাক্ষ করা হয়েছে। মূলত তারা সরকারের বিরোধিতা করতেই নিজেদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service