2024-12-18
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

বিশ্ব হার্ট ডে তে সচেতনতামূলক প্রচারাভিযান পরিক্রমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হার্ট হচ্ছে মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্ট অ্যাটাকের কারণে বিশ্বে প্রতিবছর প্রচুর সংখ্যক লোকের মৃত্যু হচ্ছে। সুতরাং মানব দেহের এই অঙ্গটিকে সুরক্ষিত রাখতে প্রত্যেককে সচেতন ভাবে চলতে হবে। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিধি নিষেধ মেনে চলতে হয় প্রত্যেক মানুষকে। আজকাল হার্টের উন্নত চিকিৎসা পরিষেবা বের হলেও কিছু কিছু মানুষের অজ্ঞতার কারণে হার্ট অ্যাটাক করে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তার জন্য প্রতিবছর এই দিনটিকে বিশ্ব হার্ট ডে হিসেবে পালন করা হয়ে থাকে। সরকারি বেসরকারিভাবে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর দুর্জয়নগরস্থিত ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স এর উদ্যোগে বের হয় এক সচেতনতা রেলি।রেলিতে ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ও প্রফেসরগণ। রেলিটি ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন ইনস্টিটিউট এর প্রিন্সিপাল।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service