2025-04-07
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য দিবসে জীবনশৈলীর পরিবর্তনের উপর গুরুত্বারোপ মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-  স্বাস্থ্য ঠিক রাখতে গেলে জীবন শৈলীর পরিবর্তন প্রয়োজন। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এক রেলিতে অংশগ্রহণ করে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রাজ্যে ড্রাগসের আসক্তি বেড়ে যাওয়ায় উদ্যোগ প্রকাশ করে এর বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ঠিক রাখতে গেলে জীবনশৈলীর পরিবর্তন একান্ত প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন ,জীবনশৈলীর পরিবর্তন আনতে না পারার কারণে অনেককেই অল্প বয়সেই প্রাণ ত্যাগ করতে হয়। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে এক রেলির আয়োজন করা হয়।

এই রেলিতে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রেলির উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি ।বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার থিম হেলদি বিগিনিংস হোপফুল ফিচার- এর প্রশংসা করেন তিনি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, কেবলমাত্র স্বাস্থ্যবিধি মানলেই চলবে না।  আমাদের জীবন শৈলীর পরিবর্তন করতে হবে।

জীবন শৈলীর পরিবর্তন করা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয় বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেককেই জীবনশৈলীর পরিবর্তন না করতে পারায় অকালে প্রাণ ত্যাগ করতে হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ড্রাগসের ব্যবহার-ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে ড্রাগসের ব্যবহার ঊর্ধ্বমুখী। এই উর্ধ্বগতি হ্রাস করতে জনগণকে প্রতিটি আনাচে-কানাচে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তীক্ষ্ণ নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী আরও জানান , প্রশাসন আপনাদের পাশে রয়েছে। শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা এই ক্ষেত্রে এখনই এগিয়ে আসুন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের আয়োজিত এই রেলিটি রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে সমাপ্ত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service