জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্ব যখন একাধিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে ভারত স্থিতিশীলতা ও সংবেদনশীলতার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে—দীপাবলির শুভক্ষণে দেশবাসীর উদ্দেশে লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, খুব শিগগিরই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। ‘বিকসিত ও আত্মনির্ভর ভারত’-এর পথে এই যাত্রায় প্রতিটি নাগরিকের প্রধান দায়িত্ব হলো দেশের প্রতি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিন্ধূর’-এর সময় ভারত শুধু ন্যায়ের পক্ষে অবস্থান নেয়নি, বরং অন্যায়ের প্রতিশোধও নিয়েছে। তিনি উল্লেখ করেন, ভগবান শ্রী রাম আমাদের শেখান ন্যায়ের পথে চলতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগান।
মোদির বার্তায় দেশবাসীর প্রতি আহ্বান—একতার শক্তিতে উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর ও বিকসিত ভারতের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলার।
Leave feedback about this